বিয়ানীবাজারে করোনার হটস্পট হতে পারে পৌর শহর!
মহসিন রনিঃ প্রতিদিন রাতের আধারে বিভিন্ন জেলা থেকে বিয়ানীবাজার প্রবেশকারীদের সংখ্যা বেড়েই চলছে। এদের মধ্যে কারো পরিচয় মিলছে আবারো কেউ আত্ন পরিচয় গোপন রেখে লুকিয়ে আছেন। যারা প্রতিদিন প্রবেশ করছেন তাদের খোঁজ নিয়ে নমুনা সংগ্রহ করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
সিলেটের বাহিরে বিভিন্ন জেলা থেকে বিয়ানীবাজারে ছুটে আসা এসব অনুপ্রবেশকারীদের বসবাসস্থল পৌর শহর হওয়াতে ঝুঁকি বাড়ছে পৌর শহরে৷ ইতিমধ্যে পৌর শহরে নয়াগ্রাম, কসবা, দাসগ্রাম সহ বেশ কয়েকটি গ্রামে প্রবেশ করেছে বিভিন্ন জেলার লোকজন। করোনা শনাক্ত হওয়া প্রথম ব্যাক্তি আকবর হোসেনও পৌর শহরের নয়াগ্রামের অস্থায়ী বাসিন্দা, তিনি ছিলেন টাঙ্গাইল ফেরত।
বিয়ানীবাজারে ৫ করোনা আক্রান্তদের মধ্যে অধিকাংশেরই বসবাস পৌর শহরে এবং যারা প্রতিনিয়ত অবৈধ ভাবে লকডাউন অমান্য করে প্রবেশ করছেন তাদের সবার কর্মস্থল পৌর শহরেই।
এদিকে, অন্য জেলা থেকে আসা মানুষদের নিয়ে আতংক বিরাজ করছে পৌর শহরের বিভিন্ন গ্রামে। মঙ্গলবার (৬ মে) রাতের আধারে পৌর শহরের দাস গ্রামে প্রবেশ করেছেন ঢাকা ও সুনামগঞ্জ ফেরত ২ যুবক। প্রবেশের পর থেকেই এলাকা জুড়ে আতংক বিরাজ করছে খবর নিয়ে জানা যায় পৌরসভা ও থানা পুলিশ হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে তাদের স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা সংগ্রহ করা হবে।
স্থানীয়দের সাথে আলাপ কালে তারা বলেন, রাতের আধারে প্রতিনিয়ত বিয়ানীবাজার ডুকছে বিভিন্ন জেলার লোকজন ফলে ঝুঁকি বাড়ছে। তবে গ্রাম থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করলেও প্রশাসন ও থানা পুলিশের নজর দাড়ি বাড়ানোর দাবি জানান তারা।
উল্লেখ্য, বিয়ানীবাজারে এখন পর্যন্ত ৫ জন করোনার রোগী শনাক্ত হয়েছেন এদের মধ্যে একজন আকবর হোসেন ও তার সংস্পর্শে আসা বাড়ির কেয়ারটেকার আলম হোসেন আরেকজন মহিলা এবং পৌর শহরের কসবা গ্রামের একজন রাজমিস্ত্রী ও মোল্লাপুরের আরেকজন।