বিয়ানীবাজারে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি চালক খুন
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার নালবহর গ্রামে দুইপক্ষের সংঘর্ষে এক সিএনজি অটোরিকশা চালক খুনের ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে) বিকাল সাড়ে ৫টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত সিএনজি চালকের নাম আব্দুর রউফ (৫৫)। এছাড়াও সংঘর্ষে উভয় পক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
সংঘর্ষের খবর পেয়ে বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর করের নের্তৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, ঘরের চালের পানি পড়া নিয়ে নিহত আব্দুর রউফ এবং তাদের প্রতিবেশীদের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিলো। এরই জের ধরে বুধবার বিকালে পুনরায় আপত্তি দিলে প্রতিবেশী কয়েছদের সাথে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে গুরুতর আহত আব্দুর রউফকে অজ্ঞান অবস্থায় প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিলেট প্রেরণ করেন। সিলেট যাওয়ার পথে তিনি মারা যান। স্বজনরা তাকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংঘর্ষে আব্দুল হামিদ (৬০), গোলাম কিবরিয়া শাওন (৩০), নাজিম উদ্দিন (৪৫) কয়েস আহমদ (৪০) আলীনুর (২২) ও রেদওয়ান আহমদসহ (১৩) উভয় পক্ষের ১০-১২ জন আহত হয়েছেন। আহতরা বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেটে চিকিৎসাধীন।
খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবনী শংকর কর বলেন, লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের স্বজনরা অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।