বিয়ানীবাজারে নতুন আক্রান্তদের বাড়ি লকডাউন, দুইজন হোম আইসোলেশনে একজন হাসপাতালে
টাইমস প্রতিবেদকঃ বিয়ানীবাজারে নতুন করে আরো তিনজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তের খবর নিশ্চিত হওয়ার পর আক্রান্তদের বাড়ি লকডাউন করেছে প্রশাসন। এনিয়ে উপজেলায় করোনা পজিটিভের সংখ্যা দাড়ালো ৫।
মঙ্গলবার (৫ মে) বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র নতুন করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেন। আক্রান্তদের মধ্যে একজন প্রথম করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসাদের একজন। তিনি পৌর এলাকার নয়াগ্রাম আকবর হোসেনের সাবলেট বাসার একজন নারী। ইতোমধ্যে এ বাড়িটি লকডাউন রয়েছে। দ্বিতীয়জন ভৈরব ফেরত বিয়ানীবাজার পৌর এলাকার কসবার গ্রামের নাসির আহমদ। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক। তৃতীয়জন ঢাকা ফেরত, তিনি উপজেলার মোল্লাপুর ইউনিয়নের মোল্লাপুর বাবনটিলা এলাকার বাসিন্দা সাইদুল ইসলাম।
আক্রান্তের খবর নিশ্চিত করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের আর ডা. আবু ইসহাক আজাদ জানান, তিন করোনা পজেটিভ রোগীর মধ্যে একজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। আক্রান্ত তিনজনই সুস্থ রয়েছেন এবং তাদের মধ্যে কোনো উপসর্গ না থাকায় দুইজনকে নিজ বাড়িতে আইসোলেশনে এবং আক্রান্ত অপরজনকে বিয়ানীবাজার হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী বিয়ানীবাজারে এখন পর্যন্ত ৮৩ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করেছে। এর মধ্যে নমুনার মধ্যে ৫১ জনের নমুনা নেগেটিভ ও ৫জনের পজেটিভ রিপোর্ট শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষাপ ফলাফলের অপেক্ষায় রয়েছেন আরো ৩২ জন।
এদিকে, এ নিয়ে বিয়ানীবাজার উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫জন। গত ২৪ এপ্রিল বিয়ানীবাজারে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত একজন রোগী শনাক্ত হন। আক্রান্ত ব্যক্তি জুয়েলার্সের কারিগর আকবর হোসেন টাঙ্গাইল থেকে গাজীপুর হয়ে বিয়ানীবাজারে আসেন। তার সংস্পর্শে এসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে করোনায় পজেটিভ শনাক্ত হন উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া এলাকার আলম হোসেন। ৩০ এপ্রিল তার শরীরে করোনা ধরা পড়ে।