বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে হোম কোয়ারেন্টাইন মানছে না করোনা আক্রান্ত আলমের পরিবার, এলাকায় আতংক

টাইমস প্রতিবেদকঃ বিয়ানীবাজারে হোম কোয়ারেন্টাইন মানছে না করোনা আক্রান্ত আলম হোসেনর পরিবারের সদস্যরা। গত ৩০ এপ্রিল বিয়ানীবাজারের মেওয়া গ্রামের আলম হোসেসের করোনা শনাক্ত হলে প্রশাসন ও থানা পুলিশ থেকে লকডাউন ঘোষণা করা হয় আক্রান্তের বাড়ি। আক্রান্ত আলম হোসেনকে সিলেট প্রেরন করা হলেও কোয়ারেন্টাইন মানছেন না তার পরিবারের সদস্যরা এমনটা অভিযোগ করেছেন স্থানীয়রা৷

স্থানীয় সুত্রে জানা যায়, আক্রান্ত আলম হোসেনের পরিবারের সদস্যরা এক বাড়ি থেকে আরেক বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। তাদের নমুনা সংগ্রহ করা হলেও এখনো রিপোর্ট আসেনি আর তার মধ্যেই বাড়ি থেকে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন তারা।

আলমের পরিবারের এমন চলাফেরায় আতংকিত হয়ে পড়েছেন স্থানীয় মানুষ। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

স্থানীয় তরুন জামিল আহমদ বলেন, মেওয়া গ্রামে করোনায় আক্রান্ত ব্যক্তির বাড়ি যখন লকডাউন দেওয়া হয়েছে। তারা লকডাউন মানতেছে না। আমি আক্রান্ত ব্যক্তির একই মহল্লার মানুষদের মধ্যে একজন। উনারা বাড়ির বাহিরে চলাফেরা করতে দেখা যাচ্ছে। আক্রান্ত ব্যক্তির বাড়িটি পুলিশের নজরে রাখা অতি দরকার ছিলো। তাদের অবাধে চলাফেরা এবং অবহেলায় হয়তো পুরো গ্রামের মানুষ ই বিপদের মুখে পড়তে বেশি সময় লাগবে না। তাই উনাদের কে অনুরোধ করবো একজন প্রতিবেশী হিসেবে অনুগ্রহ পূর্বক আপনারা নিজ বাড়িতেই থাকেন এবং সুস্থ থাকেন।

এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মুস্তফা আহমদ বিয়ানীবাজার টাইমসকে জানান, লকডাউন না মানার ঘটনাটি সত্য, খবর পেয়ে তিনি নিজে গিয়ে পরিবারের সদস্যদের সচেতন করেছেন। এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও পরিদর্শন করে গেছেন।

উল্লেখ্য, টাঙ্গাইল ফেরত করোনা আক্রান্ত প্রথম ব্যাক্তি আকবর হোসেনের বাসার কেয়ারটেকার ছিলেন আলম হোসেন। গত ২৬ এপ্রিল আকবর হোসেনের করোনা শনাক্ত হয়৷

Back to top button