বড়লেখা

বড়লেখায় সামাজিক দুরত্ব মানছে না মানুষ,বাড়ছে সংক্রমনের ঝুঁকি

আশফাক জুনেদ,বড়লেখাঃ মৌলভীবাজারের বড়লেখায় প্রথমবারের মতো দুইজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পরও জনগণ সচেতন হচ্ছে না। যার কারণে বাড়ছে সংক্রামণ ঝুঁকি।যৌক্তিক কোনো কারণ ছাড়াই রাস্তায় ঘুরতে দেখা গেছে অনেককে। শুধু সেনাবাহিনীর টহল কিংবা পুলিশ দেখলেই আড়াল হচ্ছে তারা।

সরেজমিন উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা যায় প্রয়োজন ছাড়াই বাজারে এসেছেন অনেকে।বাজারে এসে একসাথে দশ বারো জন বসে আড্ডাতে মেতেছেন।মাছ কিংবা সবজি বাজার, কোথাও মানা হচ্ছে না সামাজিক দুরত্ব।গ্রামাঞ্চলের অবস্থা আরও নাজুক।শহরাঞ্চলে করোনা নিয়ে কিছুটা সচেতনতা থাকলেও গ্রামে এর বালাই নেই।সরকার নির্দেশিত সামাজিক দুরত্ব মানছেন না বেশিরভাগ মানুষেই।গ্রামের ছোট খাটো দোকানে বিকাল হলে জমজমাট আড্ডায় মেতে উঠেন এলাকার যুবক- বৃদ্ধরা।

পুলিশ আসছে এমন খবরে সটকে পড়েন তারা।আবার পুলিশ চলে গেছে জানার পর সেই একই চিত্র।আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সাধারণ মানুষের দিনভর এমন লুকোচুরি চলে। অথচ ধারণা করা হয়েছিল উপজেলায় প্রথমবারের মতো দুইজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় সাধারণ মানুষ কিছুটা সচেতন হবে।

এদিকে যৌক্তিক কারণ ছাড়া গাড়ি চলাচল বন্ধ করার জন্য উপজেলার বিভিন্ন প্রবেশ পথে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। তারপরও মূল সড়ক এড়িয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে অনেকে রাস্তায় নামছেন শুধু বাইরের পরিস্থিতি দেখার জন্য।

এ বিষয়ে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান বলেন,সামাজিক দুরত্ব নিশ্চিতে আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি। সাধারণ মানুষকে ঘরে থাকার অনুরোধ করছি।এ কঠিন পরিস্থতিতে মানুষকে আরও সচেতন হতে হবে।

Back to top button