বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে করোনা সন্দেহে আরো ৭জনের নমুনা সংগ্রহ, ৬জনের রিপোর্ট নেগেটিভ

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার থেকে করোনা সন্দেহে আরো ৭জনের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী হাসপাতালের ল্যাবে প্রেরন করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) এসব নমুনা সংগ্রহ করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের একটি বিশেষ টিম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদের নেতৃত্বে নমুনা সংগ্রহের বিশেষ দলে চ হাসপাতালের এমওডিসি ডাঃ জীবনানন্দ দেব রায়, এমটিইপিআই তপনজ্যোতি ভট্টাচার্য, ল্যাব টেকনিশিয়ান সুজন অহির ও ওয়ার্ড বয় আকিভ আলী।

নমুনা সংগ্রহ করা বেশীরভাগ মানুষ সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিয়ানীবাজারে এসেছেন। এদের মধ্যে ৬ জন পুরুষ ও ১ জন মহিলা রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ নিয়ে এখন পর্যন্ত বিয়ানীবাজার থেকে মোট ৬৪টি নমুনা ল্যাবে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ৩১টি রিপোর্ট নেগেটিভ ও একটি পজেটিভ রিপোর্ট আসে, অন্য ৩২টি রিপোর্ট অপেক্ষমান রয়েছে।

বিয়ানীবাজার থেকে সন্দেহভাজন আরও ৬জন করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৩ এপ্রিল উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৫ পুরুষ ও ১ নারীর নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে প্রেরণ করা হয়। বুধবার সকালে ওসমানীর ল্যাব কর্তৃপক্ষ ওই ৬জনের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসার খবরটি নিশ্চিত করেছে।

Back to top button