বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজার শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ১
বিয়ানীবাজার টাইমস ডেস্কঃ বিয়ানীবাজারে এক সংখ্যালঘু শিশু বলাৎকারের ঘটনায় মুজিবুর রহমান বিপ্লবকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় পৌরশহরের ওসমানী স্টেডিয়াম এলাকা হতে পুলিশ তাকে গ্রেফতার করে। সে সুপাতলা গ্রামের মৃত আব্দুন নুরের পুত্র।
এদিকে, সেবায়েতের শিশুপুত্রকে বলাৎকারের ঘটনায় বিপ্লবকে আসামী করে গতকাল মঙ্গলবার থানায় মামলা করেন বনমালী চক্রবর্তী। এ ঘটনায় থানা পুলিশ আজ তদন্ত করে প্রাথমিক সত্যতা পেলে তাকে গ্রেফতারের নির্দেশ দেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবনী শংকর কর।
আজ বিকেলে একদল পুলিশ অভিযান চালিয়ে মাহমুদ সিএনজি স্টেশন এলাকা হতে তাকে গ্রেফতার করে। বিপ্লব গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাহিদুল হক। এ ঘটনায় থানায় মামলা রেকর্ড হয়েছে বলেও তিনি জানান। সৌজন্যঃসিলেটেরডাক