বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ঘরেই তারাবী আদায় করছেন বেশীরভাগ মানুষ!

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি নির্দেশনা অনুযায়ী মসজিদে ১২ জনের বেশি তারাবী নামাজ আদায়ে নিষেধাজ্ঞা রয়েছে। আর সেই নিষেধাজ্ঞা মেনে বিয়ানীবায়াজারে ঘরেই নামাজ আদায় করছেন দিনমজুর থেকে শুরু করে সব শ্রেনীর মানুষ। তবে ভিন্নতা রয়েছে গ্রামের মসজিদগুলোতে, অনেক মসজিদে এখন পর্যন্ত মাইকে সরকারি নির্দেশনা ঘোষনা দিয়েও থামাতে পারছেন না কিছু মুসল্লীদের।

আজ থেকে ঠিক এক বছর আগে এমনটা ছিল না। বাজারে লোকজন ছিল মসজিদে মসজিদে মুসল্লীদের ভীড় ছিল। প্রথম রমজান থেকে ঈদের কেনাকাটার জন্য ছুটে আসতেন সবাই। মুখরোচক ইফতার খাবারে সাজানো ছিল বাজারের নামি-দামি হোটেল রেস্তোরাঁ গুলো। করোনার ছোবলে বদলেছে এ শহরের চিত্র। নিবৃতেই ঘরে করছেন ইবাদত।

পৌর শহরের বেশ কয়েকটি বস্তি ঘুরে দেখা যায় সারাদিন রোজা রাখার পর ছোট ঘরে জায়নামাজ বিছিয়ে আল্লাহকে দু হাত তুলে স্মারন করছেন সমাজের দিনমজুর এ সব মানুষেরা। কর্ম হারিয়েছেন গত ২৬ মার্চ থেকে প্রায় এক মাসের বেশি সময় অতিবাহিত হতে চলছে ত্রান ছাড়া দ্বিতীয় কোনো প্তহ নেই এদের তাই তো দু হাত তুলে আল্লাহর দরবারে করোনা থেকে বিশ্ব মুক্তির দোয়া করছেন।

Back to top button