বিয়ানীবাজার সংবাদ

প্রথম রমজানে বিয়ানীবাজারে কমেছে লোকসমাগম

নিজস্ব প্রতিবেদকঃ আজ থেকে শুরু হয়েছে পবিত্র রমজান। প্রতি বছর এই মাসটির জন্য অপেক্ষা করেন মুসল্লীরা। তবে এবারকার রমজান সব বারের তুলনায় ভিন্ন আগের মত মুখরোচক খাবার নেই বাজারে নেই মসজিদে তারাবির নামাজ পড়ার সুযোগ। এত কিছুর মধ্যে বিয়ানীবাজারে সুনসান নীরবতা আজ পালিত হচ্ছে প্রথম রমজান। গতকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বাজারে কমেছে লোকসমাগম। সকাল থেকেই সেই সংখ্যা ছিল নিয়ন্ত্রণে।

এদিকে কেন্দ্রীয় সবজি বাজার পিএইচ জি মাঠে স্থানান্তরের পর থেকেই এ লোকসমাগম কমতে শুরু করে। গতকাল শহরে বিভিন্ন জায়গায় ভীড় থাকলেও আজ তা লক্ষ্য করা যায় নি। তবে বাজারে আসা দু’একজনের সাথে আলাপ কালে তারা জানান নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে বাজারে এসেছেন।

উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গত ২৬ মার্চ থেকে অঘোষিত লকডাউন চলছে প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারে। গত ২৪ এপ্রিল টাঙ্গাইল ফেরত এক ব্যাক্তির শরিরে করোনা শনাক্ত হয় বিয়ানীবাজার নয়াগ্রামে, বর্তমানে তাকে সিলেট শামছুদ্দিন হাসপাতালে নেওয়া হয়েছে সেখানে তিনি চিকিৎসারত অবস্থায় আছেন৷

Back to top button