বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে করোনা আক্রান্ত ব্যাক্তির বাড়ি সহ নয়াগ্রাম লকডাউন

নিজস্ব প্রতিবেদকঃঃ করোনা ভাইরাসে বিয়ানীবাজারে একজন শনাক্তের পর ঐ ব্যাক্তির বাড়ি ও অবস্থানরত নয়াগ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা শনাক্ত হওয়ার পর এলাকাবাসী নিজ উদ্যোগে গ্রামে প্রবেশ পথের রাস্তায় যান চলাচল না করার জন্য বাঁশ দিয়ে বন্ধ করে দিয়েছে।

এ ছাড়া গ্রামে বহিরাগত প্রবেশ না করার জন্য সর্বদা আইনশৃঙ্খলা বাহিনী বাড়ির চার পাশ সহ গ্রামে টহল ও সতর্ক থাকার জন্য মাইকিং করছে।

উল্লেখ্য,আজ শুক্রবার জুয়েলারি কর্মচারী আকবর হোসেনের দেহে করোনা শনাক্ত হয়। জানা যায় করোনার ছুটিতে সে তার শশুর বাড়ি টাঙ্গাইলে গেল সেখান থেকে ঢাকা গাজিপুর সহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান পরে মোটর সাইকেল যোগে বিয়ানীবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। করোনার উপসর্গ দেখা দিলে তার রিপোর্ট সংগ্রহ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা ফলে আজ সকালে তার রিপোর্টি পজেটিভ আসে।

Back to top button