বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে পুলিশ দেখলে পালিয়ে যায় মানুষ!

নিজস্ব প্রতিবেদকঃ সারা দেশে প্রতিদিনই শনাক্ত হচ্ছে করোনার রোগী, ঝুঁকিপূর্ন সিলেট সেই তালিকা থেকে বাদ নয়। এক সময় বাংলাদেশের জন্য “করোনা” নামটি ছিল দুর আকাশের তার কিন্তু এখন চোখের সামনে দৃশ্যমান। সিলেটের পাশাপাশি ঝুঁকিতে রয়েছে প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলা।

গত ২৬ এপ্রিল থেকে মার্কেট সহ সব অপ্রয়োজনীয় দোকান বন্ধ ঘোষণার পর থেকে প্রথম সাপ্তাহ সামাজিক দুরত্ব এবং অপ্রয়োজন ছাড়া ঘর থেকে বেড় না হলেও সময় গড়ানোর সাথে সাথে বদলেছে চিত্র আসছে রমজান মাসকে কেন্দ্র করে প্রতিদিন বাজারে ভীড় করেন শত শত মানুষ এদের মধ্যে সবাই মানছে না সামাজিক দুরত্ব। সকাল থেকে ব্যাংক গুলোতে গ্রাহকদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়।

এ ছাড়াও প্রয়োজন ছাড়া পৌর শহরের হাত হাত ধরে ঘুরে বেড়াতে দেখা যায় তরুনদের। তবে এসবের মধ্যে পুলিশ দেখলে পালিয়ে যায় স্থানীয়রা। প্রতিদিনই পুলিশ ও স্থানীয়দের লুকোচুরি খেলা চলতে থাকে। তবে সচেতনতা কি শুধু পুলিশ সৃষ্টি করে দেবে মানুষের কি কোনো দায়বদ্ধতা নেই প্রশ্নটা রয়ে যায়।

উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গত ২৬ এপ্রিল থেকে অঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ।

Back to top button