বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে গাড়িচালকের লাশ উদ্ধার, করোনা সন্দেহে নমুনা সংগ্রহ

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার পৌর এলাকার মুরাদগঞ্জ বাজার সংলগ্ন একটি বাসা থেকে পেশাদার গাড়িচালকের লাশ উদ্ধার করা হয়েছে। পরে করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করেছে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দল। আজ বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে তার লাশ উদ্ধার করে  হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় আশপাশ এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়ে।

নিহত গাড়ি চালক সাজু মিয়ার বাড়ি গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের লালনগর এলাকায়। তার পিতার নাম নছির উদ্দিন।

জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে গাড়ি চালক সাজু মিয়ার রহস্যজনক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, পৌর মেয়র মোঃ আব্দুস শুকুর, বিয়ানীবাজার থানা ওসি অবনী শংকর কর ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী। পরে সকলের উপস্থিতিতে গাড়িচালক সাজু মিয়ার শরীর থেকে করোনা ভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে মরদেহ হাসপাতালে নিয়ে যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি বিশেষ টিম।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে এ নমুনা প্রেরণ করা হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইশহাক আজাদ। তিনি বলেন, নিহত গাড়ি চালকের মৃতদেহ দেখে স্বাভাবিক মৃত্যুই মনে হয়েছে। তবুও সতর্কতা স্বরুপ আমরা তার নমুনা সংগ্রহ করেছি। বৃহস্পতিবার সকালে ল্যাবে প্রেরণ করবো।

Back to top button