বড়লেখায় বিএনপি নেতার অর্থায়নে ফ্রি সবজি বাজার
বড়লেখা প্রতিনিধি-বড়লেখায় কাতার প্রবাসী বিএনপি নেতা ও মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা শরীফুল হক সাজু করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের মানবিক সহায়তায় এগিয়ে এসেছেন।
মঙ্গলবার সকালে তার অর্থায়নে ও উপজেলা যুবদলের ব্যবস্থাপনায় বড়লেখা সদরে ফ্রি সবজি বাজারের উদ্বোধন করেছেন বিএনপি নেত্রী ও উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা।
দিনব্যাপী ওই সবজিবাজারে প্রায় দেড় হাজার ভুক্তভোগী পরিবারকে আলু, টমেটো, ঢেঁড়স, বাঁধাকপিসহ নিত্যপ্রয়োজনীয় সবজি বিতরণ করা হয়েছে।
ইতিপূর্বে শরীফুল হক সাজু বড়লেখা ও জুড়ী উপজেলার সদর রাস্তাসহ ইউনিয়নের বিভিন্ন রাস্তায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জীবাণুনাশক ওষুধ স্প্রে করেছেন। ওষুধ স্প্রে কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।
ফ্রি সবজিবাজার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর আবদুল হাফিজ ললন, সহ-সাধারণ সম্পাদক আবদুল কাদির পলাশ ও ইকবাল হোসেন, সদস্য আনোয়ার হোসেন, সাইফুল আলম কাওছারসহ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।