বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে সর্বমোট ১৯ টি রিপোর্ট নেগেটিভ ;অপেক্ষায় আরো ২ টি’র

বিয়ানীবাজার টাইমস- করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে বাড়ি গিয়ে কিংবা হাসপাতালে প্রতিদিন নমুনা সংগ্রহ করে সিলেট প্রেরন করছেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। ইতিমধ্যে বিয়ানীবাজারে সর্বমোট ২১ টি নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে ১৯ টি রিপোর্ট নেগেটিভ এসেছে এবং আরো ২ টি রিপোর্টের অপেক্ষায় রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান বিয়ানীবাজার টাইমসকে জানান, জ্বর কাশি ও হালকা শ্বাসকষ্ট থাকলে তাদের নমুনা পরিক্ষা করে সিলেট প্রেরন করা হচ্ছে তবে এখন পর্যন্ত কোনো রিপোর্ট পজেটিভ আসেনি তবে ২ টি রিপোর্ট এখনো অপেক্ষমাণ।

উল্লেখ্য, করোনাভাইরাসের ছোবলে দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৯১ জনে। করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩১২ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৪৫৬ জনে।

Back to top button