বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে আইসোলেশনে থাকা ১২ জনের রিপোর্টে নেই করোনার সংক্রমন
বিয়ানীবাজার টাইমসঃ বিভিন্ন জেলা থেকে আসা ১০জন ব্যাক্তি এবং সন্দেহভাজন আরো দুইজন সহ মোট ১২ জনের রিপোর্ট এসেছে। রিপোর্টে তাদের কারো মধ্যে করোনার সংক্রমন পাওয়া যায়নি। এর মধ্যে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমলেক্সের আইসোলেশনে থাকা ১০ ব্যক্তি রয়েছেন এসেছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী।
ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী জানান, হাসপাতালের আইসোলেশনে থাকা ১০ ব্যক্তির রিপোর্ট নেগেটিভ আসায় তাদের বাড়ি ফিরে যাবার অনুমতি দেয়া হয়েছে। তবে বাড়ি ফিরলেও তারা যাতে হোম কোয়ারেন্টাইন মেনে চলেন সেই নির্দেশনাও তাদেরকে দেয়া হয়েছে। এছাড়া বাড়িতে গিয়ে সংগ্রহ করা অন্য সন্দেহভাজন দুজনের করোনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এসেছে।