বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে তরুনের ঝু’লন্ত লা’শ উদ্ধার

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে এক পল্লীতে তরুনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দুবাগ ইউনিয়নের গজুকাটা গ্রামে লাশ উদ্ধার করা হয়।

সে ঐ গ্রামের ডুবাই প্রবাসি মানিক মিয়ার একমাত্র পুত্র মুন্না আহমদ(২১) । প্রাথমিকভাবে স্থানীয়দের ধারনা একটি একটি আত্নহত্যা।

স্থানীয়রা জানান, নিহত মুন্নার মা সন্ধ্যা ৭.০০ ঘটিকার পর এক প্রতিবেশীর বাড়িতে যান।কিছুক্ষণ পর বাড়ি ফিরে দেখেন পুরো বাড়ি অন্ধকার হয়ে আছে।ঘরে বাহিরে বিদ্যুতের সব বাতি বন্ধ হয়ে আছে।অথচ আশপাশের বাড়িগুলোতে বিদ্যুতের আলো জ্বলছে। ছেলেকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে ঘরে প্রবেশে করে বিদ্যুতের সুইচ অন করে দেখতে পান তার ছেলে ঝুলন্ত অবস্থায় আছে। ছেলের প্রান রক্ষার জন্য তিনি দড়ি কেটে ফেলেন এবং প্রতিবেশীদের সহযোগীতায় বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতর ছেলেকে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানাগেছে।

এব্যাপারে বিয়ানীবাজার থানার ডিউটি অফিসার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তবে ঘটনাটি আত্নহত্যা নাকি অন্য কোনো বিষয় তা তদন্তসাপেক্ষ।

Back to top button