বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ঝুঁকি নিয়ে মানব সেবায় ফার্মাসিস্টরা

মহসিন রনিঃ পুরো দেশের লোক যেখানে হোম কোয়ারান্টাইনে সেখানে মানব সেবায় ডাক্তার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ফার্মাসিস্টরা। দেশের সকল প্রয়োজনীয় অপ্রয়োজনীয় দোকান গুলো সন্ধ্যার আগে বন্ধের নির্দেশ থাকলে খোলা থাকবে ফার্মেসি। দেশের এই ক্রান্তিলগ্নে করোনা ছড়ানোর শঙ্কা নিয়ে কাজ করে যাচ্ছেন বিয়ানীবাজারের ফার্মাসিস্টরা।

সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রমে মানব সেবা দিয়ে যাচ্ছেন ফার্মাসিস্টরা। করোনা ভাইরাস ভয়ে দেশের নানা প্রান্তে যেখানে ব্যাবসায়ীরা পালাচ্ছেন সেখানে বিয়ানীবাজারে নিজ পেশায় অনড় থেকে কাজ করে যাচ্ছেন কয়েকশো ফার্মাসিস্ট।

সরোজমিনে গিয়ে দেখা যায় বিয়ানীবাজারের বড় বড় ফার্মেসি থেকে শুরু করে শহরের মোড়ে ফার্মেসী গুলোতে আগের মত ভীড় না থাকলে সব সময় সেবা দিয়ে যাচ্ছেন ফার্মাসিস্টরা।

ফার্মাসিস্ট আলিম আহমদ প্রতিবেদককে জানান,প্রতিদিন প্রতিষ্ঠানে আসার আগে বাড়ি থেকে আসতে না করা হয়। তবে আমরা না আসলে যে দেশের মানুষেরা ঔষুধ ক্রয় করতে পারবে না মারা যাবে তাই প্রতিদিন ঝুঁকি নিয়ে কাজে আসতে হয়।

সংকটময় এই সময়ে পুলিশ ,সাংবাদিক ,ডাক্তার ,সেনাবাহিনির সাথে প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখেন ফার্মাসিস্টরা।

Back to top button