বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে বাড়ছে তাবলীগফেরত মানুষের সংখ্যা, ৮ জন হোম কোয়ারাইন্টাইনে

বিয়ানীবাজার টাইমসঃ হঠাৎ করে বিয়ানীবাজারে ফিরছেন দীর্ঘদিন তাবলীগ জামাতে থাকা মানুষরা। এতে করে তাদের প্রতিবেশী স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়ছে আতংক। যদিও আজ বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা ৮জন তাবলিগ জামাতের কর্মীকে তাদের বাড়িতে গিয়ে হোম কোয়ারাইন্টাইনে থাকার নির্দেশ দেন।

বিয়ানীবাজার লাউতা ইউনিয়নের কয়েকটি গ্রামে গিয়ে তাবলীগ জামাতের ৩জন কর্মীকে কোয়ারাইন্টাইনের নির্দেশ দিলেও কয়েকটি গ্রামে এখোনো রয়েছেন কয়েকজন কর্মী। এব্যাপারে লাউতা ইউপি সদস্য আহমদ হোসেন স্বপন জানান তার ওয়ার্ডে সদ্য ফেরত ৩-৪জন তাবলীগ কর্মী আসার খবর দিয়েছেন মানুষ। তিনি প্রশাসনকে দ্রুত এব্যাপারে হস্তক্ষেপের অনুরোধ জানান।

শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, মেডিকেল অফিসার ডা. আবু ইসহাক আজাদ ও ডা. জীবনান্দন দেব রায় তাবলিগ ফেরত এই ৮ কর্মীকে চিহ্নিত করে তাদের বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন।

বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আবু ইসহাক আজাদ জানান, আমরা ৮জনের তথ্য পেয়েছি, আর কেউ যদি বাকী থাকে তাদের পরিচয়সহ প্রশাসনের সাথে যোগাযোগ করতে সাধারন মানুষ বা এলাকার জনপ্রতিনিধিদের অনুরোধ জানান।

ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, আমরা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তাদেরকে কোয়ারাইন্টাইতে থাকতে অনুরোধ করেছি, করোনা উপসর্গ দেখা দিলে হাসপাতালের হটলাইনে যোগাযোগ করতে বলেছি। তাদেরকে মসজিদে না গিয়ে বাড়িতে নামায পড়তে বলা হয়েছে।

Back to top button