বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার পুলিশের অভিযানে চুরি করা মাইক্রো উদ্ধার, আটক ১

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে একটি চোরাই মাইক্রোবাস উদ্ধার হয়েছে। চোরাইকৃত মাইক্রো চুরির সাথে জড়িত জালাল উদ্দিন (৪২) নামের এক যুবককে কানাইঘাট থেকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (০৬ এপ্রিল) দিবাগত রাতে কানাইঘাট উপজেলার গোয়ালজুর এলাকা তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মাইক্রোবাস উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত যুবক জালাল উদ্দিন কানাইঘাট উপজেলার গোয়ালজুর এলাকার আব্দুস ছালামের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর ও এসআই সুরঞ্জিত কুমার দাসের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে কানাইঘাট উপজেলার গোয়ালজুর এলাকা থেকে জালাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে তাঁর দেয়া তথ্যের ভিত্তিতে মাইক্রোবাস (নোহা) উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃ জালাল উদ্দিন বিয়ানীবাজার থানায় দায়েরকৃত মামলা নং-১১(০৩)২০ এর এজাহারনামীয় আসামী।

গ্রেফতারকৃত আসামীকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Back to top button