বিয়ানীবাজার সংবাদ

ব্রেকিং- বিয়ানীবাজারবাসীর জন্য সুখবর, নমুনা প্রেরন করা প্রথম ব্যাক্তি করোনা আক্রান্ত নয়

বিয়ানীবাজার টাইমসঃ গত ৪ এপ্রিল করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা নমুমা পরিক্ষা করে ঢাকায় প্রেরণ করেন। রিপোর্টি সোমবার আসার কথা থাকলেও মঙ্গলবার রিপোর্টি নেগেটিভ এসেছে। ফলে বিয়ানীবাজারবাসীর জন্য সাময়িক খুশির সংবাদ।

তবে নমুনা সংগ্রহ করা আরো তিনজনের পরিক্ষার ফলাফল এখনো আসে নি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোয়াজ্জেম আলী খান জানান, গত ৪ তারিখ নমুনা সংগ্রহ করা ব্যাক্তির রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে আরো তিন জনের রিপোর্ট জমা দেয়া হয়েছে ফলাফল পেতে দু’একদিন সময় লাগবে।

Back to top button