বিয়ানীবাজার সংবাদ

দেশে ক্রান্তিলগ্নে পাঁচ যুবকের উদ্যোগে খাদ্যসামগ্রী পেল ১০০ পরিবার

বিয়ানীবাজার টাইমসঃ করোনা ভাইরাসে লকডাউন বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারি হিসেবে ঘোষনা দিয়েছে এর প্রভাব পড়ছে বাংলাদেশে। চোখে পথ দেখছে না খেটে খাওয়া মানুষেরা। এর এই খেটে খাওয়া মানুষের পাশে এসে দাড়ালো বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়ন এর পাঁচ যুবক।

গত মঙ্গল বার (৩১ মার্চ) তিলপাড়া ইউনিয়নের অসহায় মানুষদের বাড়ী বাড়ী গিয়ে ১০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন করেন। দেশের ক্রান্তিলগ্নে মানব সেবায় এগিয়ে আসা এই পাঁচ তরুন হলেন মুহিবুর রহমান,সাহাবউদীন,তানবীর,সাফি,মামুন। তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন তিলপাড়া ইউনিয়নের দাসউরা রজব গ্রামের লন্ডনপ্রবাসী আবুল কালাম।

উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বাংলাদেশে এখন পর্যন্ত ৫৪ জন আক্রান্ত এবং ৬ জন মারা গেছেন সুস্থ হয়েছেন ২৬ জন।

Back to top button