বিয়ানীবাজার সংবাদ

করোনা আতংকের মধ্যে চিকিৎসক ও সাধারন মানুষের পাশে দাড়ালেন বিএনপির ফয়সল চৌধুরী

বিয়ানীবাজার টাইমসঃ করোনা আতংকের এসময় চিকিৎসক, সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে গত সংসদ নির্বাচনে সিলেট -০৬ আসনে বিএনপি’র প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী ডাক্তারদের মধ্যে পার্সোনাল সিকিউরিটি ইকুইপমেন্ট প্রদান করেছেন। এছাড়াও তিনি পুরো উপজেলায় বিতরনের জন্য বিএনপি নের্তৃবৃন্দের কাছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন।

আজ সোমবার দুপুরে তিনি বিয়ানীবাজারের বিএনপি’র নেতাকর্মীদের নিয়ে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসক ও নার্সদের জন্য পিপিই প্রদান করেন।

বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র সাবেক সহ সম্পাদক ছরওয়ার হোসেন বলেন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিয়ানীবাজার ক্যান্সার এণ্ড জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিজের অর্থায়নে ফয়সল আহমদ চৌধুরীর পিপিই প্রদান করেছেন। তিনি বিয়ানীবাজার-গোলাপগঞ্জবাসীর যেকোনো বিপদে আমাদের সাথে থাকবেন।

এ সময় তাঁর সাথে বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি নজমুল হোসেন পুতুল ও সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ এবং পৌর বিএনপি’র সাবেক সভাপতি আবু নাসের পিন্টুসহ বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Back to top button