বিয়ানীবাজারে বিনামূল্যে ছাত্র ইউনিয়নের হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
সারাবিশ্ব করোনা আতঙ্কে কাপঁছে। বাংলাদেশও আছে সর্বোচ্চ ঝুঁকিতে। তাদের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন দেশের শ্রমজীবী মানুষরা। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে স্যানিটাইজার, মাস্কের বাজারে অপ্রাপ্যতা ও দুই থেকে তিন গুণ দাম বৃদ্ধি দেখা দিয়েছে। এ অবস্থায় এই নিম্নবিত্ত আয়ের শ্রমজীবী মানুষ ও তাদের শিক্ষার্থী সন্তানদের জন্য বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিয়ানীবাজার উপজেলা সংসদ।
আজ ২৩ মার্চ সোমবার বিকেল ৪ টায় বিয়ানীবাজার পৌরশহরে বিভিন্ন শ্রমজীবী – মেহনতি ও শিক্ষার্থীদের মধ্যে মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বিয়ানীবাহার উপজেলা কমিটির সভাপতি এডভোকেট এড. আবুল কাসেম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সিপিবি নেতা হাসান শাহরিয়ার, আকছার হোসেন,বিজিত আচার্জ,সাংস্কৃতিক ব্যক্তিত মাসুম আহমেদ,ট্রেড ইউনিয়ন নেতা আবুল হোসেন,ছাত্র ইউনিয়ন বিয়ানীবাজার উপজেলা সংসদের সভাপতি ফারাজ আবীর, সাধারণ সম্পাদক সুজন দাসট,সদস্য জয়,প্রদুত প্রমুখ।