বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে মুজিববর্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পশ্রদ্ধা নিবেদন ও মিলাদ মাহফিল সম্পন্ন

টাইমস প্রতিনিধিঃঃবিয়ানীবাজারে বিভিন্ন অনুষ্টানাদির মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ২টায় বিয়ানীবাজার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ সহ উপজেলা আওয়ামী লীগের প্রতিটি ইউনিটের নেতৃবৃন্দ। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমানের রূহের মাগফেরাত কামনা করে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।

দুপুর ২টায় প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পশ্রদ্ধা নিবেদন করেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে একে একে উপজেলা আওয়ামী লীগের প্রতিটি ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদকের নেতৃত্বে পুস্পশ্রদ্ধা নিবেদন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের অংশ হিসেবে ১০০ জন আলেম দ্বারা কোরআন খতম করানো হয়। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে মুজিব শতবর্ষ পালনের কর্মসূচির সূচনা হয়।

এছাড়াও আজ রাত ৮টায় পিএইচজি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আতশবাজির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে।

Back to top button