বিয়ানীবাজার সংবাদ

মুজিব জন্মশতবার্ষিকীতে বিয়ানীবাজারে ছাত্রলীগের আনন্দ উৎসব

বিয়ানীবাজার টাইমসঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের লক্ষ্যে আনন্দ উৎসবের আয়োজন করেছে বিয়ানীবাজার ছাত্রলীগের রিভারবেল্ট গ্রুপ। আনন্দ উৎসবের অংশ হিসেবে মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টায় বিয়ানীবাজার সরকারি কলেজ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গনে এসে সমাপ্ত হয়।

শোভাযাত্রায় ঢাক-ঢোলের বাজনা ও জয় বাংলা শ্লোগানের সাথে ছাত্রলীগের নেতাকর্মীরা ফটকা ফুটিয়ে জাতির জনকের শততম জন্মবার্ষিকী পালন করেন। শোভাযাত্রা বিয়ানীবাজার উপজেলা, বিয়ানীবাজার সরকারি কলেজ, পৌর ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।

পরে পৌরশহরের দক্ষিণবাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুর্ষ্প শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজ প্রাঙ্গনে গিয়ে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করেন।

এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন রুনু, যুবলীগ নেতা সুহেল আহমদ রাশেদ, রফিকুল ইসলাম চৌধুরী, এসআর চৌধুরী তানু, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আমান উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন তারেক, ছায়দুল ইসলাম, মাহবুব হোসেন আজাদ জীসান, ইমরান হোসেন, মাথিউরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাবের আহমদ, কলেজ ছাত্রলীগ নেতা ইমরান হোসেন স্বপন ও এএস চৌধুরী হিরণ প্রমুখ।

Back to top button