বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ

মুজিববর্ষের ক্ষণগণনা শেষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বিয়ানীবাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদযাপন শুরু হয়। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ করা হয়।

বিয়ানীবাজার পৌরসভার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

এ সময় বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লবের নেতৃত্বে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা পরিষদ ও প্রশাসন। এরপর পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিয়ানীবাজার পৌরসভা, থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ, উপজেলা ও পৌর আওয়ামী লীগ।

বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব, বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খুশনূর রুবাইয়াত মৌমিতা, বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, সাবেক কামান্ডার আব্দুল কাদির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হাছিব মনিয়া, বিয়ানীবাজার পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, সমাজসেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তী, পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম অভিলাষ চন্দ্র পাল প্রমুখ।

বিয়ানীবাজার থানা প্রশাসন এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের ও স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

পরে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের রুহের মাগফেরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও জাতির জনকের জন্মবার্ষিকীতে দিনব্যাপী নানা কমসূচি পালিত হবে।

Back to top button