বিয়ানীবাজার সংবাদ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্নহত্যার চেষ্টা করা বিয়ানীবাজারের সেই সত্যজিৎ এবার গ্রেফতার

বিয়ানীবাজার টাইমসঃ প্রেমে ব্যার্থ হয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্নহননের চেষ্ঠা চালানো বিয়ানীবাজারের দলিল লেখক সত্যজিত ভৌমিককে গ্রেফতার করেছে পুলিশ।

তার পরিবারের সদস্যরা জানান, গতকাল শনিবার দিবাগত রাতে তাকে নয়াগ্রামস্থ তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কয়েকদিন চিকিৎসা শেষে সদ্য বাড়ি ফিরেছিলেন, তার পরিবারের দাবী তিনি এখোনো আশংকামুক্ত নন।

গ্রেফতারের খবর নিশ্চিত করে তার ভাই অভি জানান, ফেসবুকে পোস্টের জেরে একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, পহেলা মার্চ গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেমে ব্যার্থতার স্ট্যাটাস দিয়ে আত্নহত্যার চেষ্টা চালান এ যুবক। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেন।

Back to top button