বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজার ৪দিন থেকে মাদ্রাসা ছাত্র নিখোঁজ, পরিবারের সহযোগীতা কামনা
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার শনিবার থেকে ১৬ বছরের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজের ঘটনা ঘটেছে। নিখোঁজ মাদ্রাসা ছাত্রের নাম আফজাল হোসেন, সে বড়লেখা উপজেলার চান্দগ্রাম বড় হাফিজ সাহেব বাড়ির আজমল আলীর পুত্র।
তার পিতা জানান, গত শনিবার সকালে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের গোলাঘাট এলাকার তার নানাবাড়ি থেকে পৌর এলাকার কসবা ইমামবাড়ি গোলাপশাহ হাফিজিয়া মাদ্রাসায় আসার পথে সে নিখোঁজ হয়। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছেনা।
এব্যাপারে বিয়ানীবাজার থানায় একটি সাধারন ডায়রী করেছেন নিখোঁজ আফজালের মা জাসমিন বেগম। কোনো সহৃদয়বান ব্যাক্তি তাকে দেখে থাকলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন তার পরিবার। 01856365727, 01741099672.