বড়লেখা

বড়লেখায় অবৈধভাবে টিলা কাটার দায়ে এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড

বড়লেখা প্রতিনিধিঃমৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে প্রাকৃতিক সৌন্দর্য্য মন্ডিত টিলা কাটার অপরাধে ১ ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫ফেব্রুয়ারী) বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরানের নেতৃত্বে উত্তর শাহবাজপুর ইউনিয়নের নান্দুয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপজেলার নান্দুয়া গ্রামের মঈন উদ্দিনের ছেলে জামিল আহমদ (৪০)কে টিলাকাটায় হাতেনাতে পেয়ে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।পরে তাকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়।

জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় প্রভাবশালীদের ছত্রছায়ায় অসাধু ব্যক্তিরা নির্বিচারে পাহাড় টিলা কেটে মাটি বিক্রি করছে। অবৈধভাবে টিলা কাটায় ঘটছে নানা প্রাকৃতিক বিপর্যয়। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও মো. শামীম আল ইমরান উপজেলার হাকাইতি, কাশেমনগর, ছোটলেখা, বোবারথল, নান্দুয়া, করমপুর, কুমারশাইল এলাকায় টিলা ধংসকারীদের বিরুদ্ধে অভিযান চালান। অভিযানের খবর পেয়ে টিলাখেকোরা ট্রাক-ট্রাক্টর নিয়ে সটকে পড়ে। নান্দুয়া গ্রামে একটি প্রাকৃতিক টিলা কাটার সময় হাতে নাতে আটক করা হয় ট্রাক্টর চালক জামিল আহমদকে। তিনি টিলা ও ট্রাক্টরের মালিক। পরে ভ্রাম্যমান আদালত পরিবেশ আইনের বিভিন্ন ধারায় তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীম আল ইমরান বলেন, টিলা কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধভাবে প্রাকৃতিক সৌন্দর্য্য মন্ডিত টিলা কাটার বিষয়ে কোনো তথ্য পেলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Back to top button