বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে বেড়েছে হিজড়াদের উৎপাত, বিয়ের গাড়ি আটকে চাঁদা দাবী

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে দিনদিন বাড়ছে তৃতীয় লিঙ্গের মানুষ হিসাবে প্রচলিত হিজড়াদের উৎপাত। বিয়ানীবাজার উপজেলাজুড়ে উৎপাতের পাশাপাশি পৌরশহরজুড়ে তাদের উৎপাতের মাত্রাটা বেড়েছে মারাত্নক। ব্যবসা প্রতিষ্ঠানে এসে চাদাবাজির পাশাপাশি এবার রাস্তায় বিয়ের গাড়ি আটকিয়ে চাঁদাবাজির ঘটনায় আলোচিত হয়েছেন হিজড়ারা। বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে বরযাত্রীতে থাকা মানুষদের।

জানা গেছে, সোমবার দুপুরে বরযাত্রী বহনকারী একটি বিয়ে গাড়ি আটকে চাঁদা দাবি করে একদল হিজড়া। এসময় বরযাত্রী পক্ষের লোকজন টাকা দিতে না চাইলে হিজড়াদের অশ্লীল আচরণে হতভম্ব হয়ে পড়েন তারা। পরে উপায়ন্তর না পেয়ে মান-ইজ্জতের ভয়ে বরপক্ষের লোকজন হিজড়াদের দাবি করা টাকা দিয়েই ছাড় পেয়েছেন বলে জানা গেছে। এভাবেই প্রতিনিয়ত সম্মানহানির ভয়ে অসহায় হয়ে হিজড়াদের চাহিদামতো চাঁদা দিয়েই গন্তব্যে যেতে হচ্ছে বরযাত্রীদের।

তৃতীয় লিঙ্গের মানুষদের এমন উৎপাতে সাধারন মানুষরা প্রতিনিয়ত হচ্ছেন বিব্রত। সাধারন মানুষের দাবী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক এবং সঠিক পুনর্বাসন করা হোক যাতে তারা এমন হীন কাজে না থাকে।

Back to top button