লাউতা প্রবীণ মুরব্বি হাদিছ আলীর দাফন সম্পন্ন
বিয়ানীবাজার উপজে লার লাউতা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাদিছ আহম দ হদিছের জানাজায় মানুষের ঢল নামে। রোববার বেলা সোয়া দু’টায় বাহাদুরপুর জালালীয়া মাদ্রাসা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হলে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদসহ বিয়ানীবাজার ও বড়লেখার উপজে লার বিপুল সংখ্যক লোক শরিক হন। পরে তার লা শ টিকরপাড়া গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
এদিকে, আওয়ামী লীগ নেতা হাদিছ আহম দের জানাজায় উপস্থিত ছিলেন ও স্মৃ তিচারণ করেন, বিয়ানীবাজার উপজে লঅ পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, বড়লেখা উপজে লঅ পরিষদের চেয়ারম্যান সুয়েব আহম দ, বিয়ানীবাজার উপজে লা আওয়ামী লীগের সভাপতি যু দ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান ও সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইস লাম আউয়াল, বড়লেখা উপজে লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইস লাম সুন্দর, লাউতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ জলিল, লাউতা ইউপি চেয়ারম্যান মো. গৌছ উদ্দিন, বিয়ানীবাজার উপজে লা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এমএ কাদির প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, হাদিছ আহম দ আওয়ামী লীগের একজন নিবেদীত ও ত্যাগী রাজনীতিবিদ ছিলেন। তিনি আমৃ ত্যু সমাজের পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর মৃ ত্যুতে আওয়ামী লীগ একজন আদর্শিক নেতাকে হারালো। বক্তারা ম রহু মের রূহের মাগফেরাত কা মনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় সিলেটে দূরারোগ্য ব্যাধির চিকিৎসা শেে বাড়ি ফেরার পথে তিনি শেষ নিঃশ্বা স ত্যাগ করেন। মৃ ত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি স্ত্রী , এক ছে লে, ৩ মে য়ে, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।