বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে সব দোকান বন্ধ,অঘোষিত লকডাউন

নিজস্ব প্রতিবেদকঃ গতকাল নির্দেশনার পর থেকে আজ বিকাল ৫ টার পর থেকে বিয়ানীবাজারে ফার্মেসী ব্যাতিত সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। বিকেলে পুলিশ টহলের মাধ্যমে বিয়ানীবাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান বন্ধ নিশ্চিত করে এবং প্রয়োজন ছাড়া কেউ ঘুরা ফেরা করলে তাদের সচেতন করে।

করোনা প্রাদুর্ভাবে জনজীবন যেমন থমকে আছে তেমনি বদলে গেছে চেনা বিয়ানীবাজারের রুপ। দেশের এই সংকটময় মুহূর্তে অঘোষিত লকডাউন বিয়ানীবাজার। যেখান আগে সন্ধ্যার পর বাজারে হোটেল রেস্তোরাঁ কিংবা টং দোকানে চায়ের আড্ডায় মেতে উঠতো সব বয়সী মানুষ আজ সেখানে তারা ঘরের চার দেয়ালে হোম কোয়ারান্টাইন পালন করছে।

মুদির দোকানদার জাবেদ আহমেদ প্রতিবেদককে জানান, সরকারের নির্দেশনা মেনে বিকেল ৫ টার পর থেকে দোকান বন্ধ করে দিয়েছেন। তা ছাড়া তার দোকানের ফটকে হাত ধুয়ার ব্যাবস্থা করা হয়েছে।

সন্ধ্যার পর পৌর শহর ঘুরে দেখা যায় ফার্মেসি বাদে কোনো দোকান খোলা নেই। দেখে মনে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ তবে করোনার প্রাদুর্ভাবে কতদিন এভাবে জীবন কাটাবে দেশ তথা বিয়ানীবাজারের মানুষ উত্তরটা কারো জানা নেই।

Back to top button