বড়লেখায় তালহা কালেকশনের র্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ বড়লেখায় তালহা কালেকশন, তাহিয়া ফেব্রিক্স, আনোয়ারা সুপার শপ ও তাওসিফ সুজ ফেয়ারের আয়োজিত র্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ করা হয়েছে। ক্রেতাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে বড়লেখার জহির ম্যানশনস্থ তালহা কালেকশন, তাহিয়া ফেব্রিক্স, আনোয়ারা সুপার শপ, ও তাওসিফ সুজ ফেয়ারের উদ্যোগে ১ রমজান মাস থেকে ৩০ রমজান পর্যন্ত পণ্য ক্রয়ের ভিত্তিতে কুপন বিতরণ করা হয়।
সম্প্রতি বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এতে প্রথম পুরস্কার বিজয়ী হয়েছেন ক্রেতা সাজিদা, দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন পেয়েছেন ইমন আহমদ এবং তৃতীয় পুরস্কার সেলাই মেশিন জিতেছেন সুহাদা জান্নাত।
শনিবার সকাল ১১টায় র্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৪টি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাংবাদিক সুলতান আহমদ খলিলের সভাপতিত্বে ও নিরাপদ সড়ক চাই নিসচার উপজেলা সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল করিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা আমীর ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম।