বিয়ানীবাজার সংবাদ

ফুটপাথ দখলের পর, বিয়ানীবাজারের পৌরশহরের ডিভাইডার যেন গরুর গোয়ালঘর!

তোফায়েল হাসান তোহা: বিয়ানীবাজার উপজেলা প্রবাসী অধ্যুশীত সমৃদ্ধ এলাকা, আর তার পৌরশহর অনেকে জেলাশহরের চেয়ে কম নয়। তাইতো প্রবাসী অধ্যুশীত এই উপজেলার শহর নিয়ে মানুষের প্রত্যাশা পুরন হয়নি কখোনো। মানুষের ভোগান্তি নিয়ে রীতিমতো বিরক্ত উপজেলা শহরে আসা মানুষ। ফুটপাত দখলের পর নিয়মিত শহরের যানজট নিত্যদিনের খবর, তবে এবার ভিন্নচিত্র দেখা গেলো পৌরশহরের প্রধান রাস্তায়, একপাশে তীব্র যানজট অন্যপাশে ডিভাইডারে ফেলা আবর্জনা থেকে খাবার খুঁজছে গরু, এ যেনো গোয়ালঘরে খাবার খাচ্ছে গরু।

শনিবার ছুটির দিনে সন্ধ্যায় এমন চিত্র ধরা পড়ে ক্যামেরায়।

এতো কোলাহল আর গুরুত্বপূর্ন এই শহরে এসে জনগনের ভোগান্তির মাত্রা দিনকে দিন বাড়ছে। অনিয়ন্ত্রিত ফুটপাথ দখল, অবৈধ গাড়ি স্ট্যান্ড, যত্রতত্র গাড়ি পার্কিং শহরটিকে গড়ে তুলেছে যানজটের শহরে। এতো এতো অবস্থাপনা দেখার যেন কেউ নেই পুরো বিয়ানীবাজার।  শনিবার ছুটির দিনে পৌরশহরে সন্ধা বেলা চোখে ভাসে নিত্যদিনের চিরচেনা তীব্র যানজট। পৌরশহরের যানজটের অন্যতম কারণ ফুটপাথ দখল এখন নতুন কোনো বিষয় নয়। হকার থেকে দোকানদার—সবাই নিজেদের মতো করে দখলে নিচ্ছে পথচারীদের চলার একমাত্র নির্দিষ্ট স্থানটি। ফলে সাধারণ মানুষকে নেমে যেতে হচ্ছে মূল সড়কে, যা বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি।

কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। শহরের মধ্য বাজারের ডিভাইডারগুলোতেও এখন দেখা যাচ্ছে নতুন এক চিত্র—সেখানটা ডাস্টবিনের মতো ব্যবহার ফুটপাথ দখল করা সবজি ব্যবসায়ীরা। এজন্য সেখানে ছুটে আসে গরু, ছাগল, মনে হয় এটি অস্থায়ী গোয়ালঘর। এতে করে একদিকে ডিভাইডার নোংরা হচ্ছে, অন্যদিকে দুর্গন্ধে নাভিশ্বাস উঠছে পথচারীদের।

ভোক্তভুগি পথচারিরা বলছেন, পৌরসভার কোনো তদারকি নেই বলেই এমন বেহাল অবস্থা তৈরি হয়েছে। কোনো নিয়মনীতি না মেনে ফুটপাথে দোকানপাট বসানো আর ডিভাইডারে ময়লা ফেলে শহরের সৌন্দর্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি ঝুঁকিতে পড়ছে যান চলাচলও। হঠাৎ করে কোনো পশু ছুটে গেলে ঘটতে পারে বড় দুর্ঘটনাও।

এ বিষয়ে পৌরসভার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “বিষয়টি আমাদের নজরে আছে। কয়েকবার উচ্ছেদ অভিযানও চালানো হয়েছে। তবে কিছুদিন পর আবারও আগের অবস্থায় ফিরে যায়। আমরা শিগগিরই কঠোর ব্যবস্থা নেব।”

স্থানীয় সচেতন মহল বলছে, শুধু অভিযান চালিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। দখলদারদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ ও নিয়মিত নজরদারি না থাকলে পৌরশহরের ফুটপাথ ও ডিভাইডার দখলমুক্ত হবে না বলেই মনে করছেন তারা।

Back to top button