‘ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জীবনী পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা প্রয়োজন’ – সেলিম উদ্দিন

বিয়ানীবাজার টাইমসঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর এবং বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘দেশের আইন পেশার সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব ছিলেন মরহুম ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসাবে দীর্ঘদিন ধরে তিনি আইন পেশায় সার্ভিস দিয়েছেন। একজন বিচক্ষণ, মিস্টভাষী, সৎ-নিষ্ঠাবান, ধার্মিক ও দালিলিক উপস্থাপক হিসাবে তার সুখ্যাতি সর্বত্র। তিনি শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তাত বিচক্ষণতা, দূরদর্শিতা ও পেশাদারিত্বের প্রমাণ দিয়েছেন। মরহুম ব্যারিস্টার আব্দুর রাজ্জাক শুধু মাথিউরাবাসীর নয়, সমগ্র দেশের জন্য গৌরবোজ্জ্বল সম্পদের নাম। এমন মহান ব্যক্তির জীবনী পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করে আগামী প্রজন্মকে জানার সুযোগ করে দিতে হবে।’
বৃহস্পতিবার (৮ মে) বিকাল সাড়ে ৪টায় মাথিউরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মাথিউরা ইউনিয়নবাসীর ব্যানারে মরহুম ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের রুহের মাগফেরাত কামনায় আয়োজিত নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের মামলা, জামায়াতের নিবন্ধন মামলায় আইনি সহায়তা দেওয়াসহ আইন অঙ্গনে তার ভূমিকা এদেশের মানুষ বিশেষ করে ইসলামী আন্দোলনের কর্মীরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি তার পেশাগত জীবনের মূল্যবান সময় ব্যয় করেছেন দ্বীনের জন্য। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতাদের পক্ষে কোর্টে লড়াই করছেন নিঃস্বার্থভাবে। ইসলামী আন্দোলনের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখার কারণে তাকে দেশ ছাড়তে হয়েছিল।’
মাথিউরা ইসলামিক সোসাইটির সভাপতি হাফিজ এনাম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি কাজী জাকারিয়া আহমদের সঞ্চালনায় শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর আমোর মাওলানা হাবিবুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য হাকিম নাজিম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফয়জুল ইসলাম, মুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল খয়ের, প্রবীণ মুরব্বি আব্দুল ওয়াহিদ, মাথিউরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম, নির্বাচিত শ্রেষ্ঠ ইমাম মাওলানা আব্দুল্লাহ আনসার, মরহুম ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সহোদর আব্দুর রহমান, পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক শাব্বির আহমদ খান, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সমাজকল্যাণ সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন, হেক্সাস এডুকেশনের চেয়ারম্যান আব্দুল কাদির সুমন, এডভোকেট রফিকুল হাসান লোদী ও আজহার উদ্দিন খান।
শোকসভায় বক্তারা মরহুম আব্দুর রাজ্জাককে আইনপেশার পথিকৃৎ উল্লেখ করে তার রুহের মাগফেরাত কামনা করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বি হাজী কুতুব উদ্দিন, জান্নাতুল উম্মাহ মহিলা আলিম মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আবুল কালাম, মাথিউরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ছালেহ উদ্দিন লোদী ও সেক্রেটারি আরিফুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান, ফজলুর রহমান ফজলু, ইউপি সদস্য জেবুল ইসলাম, অলিউর রহমান টিটু, আব্দুস শাকুর কোরাইশী, আতিক রহমান, ছাদিক রহমানসহ মাথিউরা বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন।
সবশেষে মরহুম ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান।