সিলেট

সিলেটে আল-ইসলাহ নেতা আজির উদ্দিন পাশা আটক

টাইমস ডেস্কঃ সিলেটে আনঞ্জুমানে আল ইসলাহ নেতা আজির উদ্দিন পাশাকে আটক করেছে পুলিশ। তাকে শনিবার দিবাগত রাতে সদর উপজেলার সোনাতল গ্রামের বাড়ী থেকে আটক করে জালালাবাদ থানা পুলিশ। তিনি সোনাতলা গ্রামের মন্তাজ আলীর পুত্র।

রোববার বিকেলে এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটক আজির উদ্দিন পাশা বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার মামলার এজাহারভুক্ত আসামী। আটকের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজির উদ্দিন পাশা পতিত ফ্যাসিস্ট সরকারের ডামি ভোটের এমপি হুছামুদ্দীন চৌধুরীর সহযোগি। বিগত সরকারের আমলে তার নেতৃত্বে এলাকার বিএনপি ও জামায়াতের অনেক নেতাকর্মীকে পুলিশের হাতে ধরিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

Back to top button