প্রেস ক্লাব যুগ্ন সম্পাদক তাজবীরের মাতৃবিয়োগ, প্রেস ক্লাবের শোক

বিয়ানীবাজার প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক ও দৈনিক যায় যায় দিন প্রতিনিধি তাজবির আহমদ ছাইম ও প্রেসক্লাব সদস্য ফাহিম আহমদ তাসিমের মাতা ও জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সালের শাশুড়ী সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।
বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬ ঘটিকার সময় তিনি মৃত্যুবরন করেন। দীর্ঘদিন ধরে তিনি দুরারগ্য ব্যাধিতে ভূগছিলেন। মৃত্যুকালে উনার বয়স ছিলো ৮০ বছর। মরহুমার জানাজার নামায শুক্রবার সকাল সাড়ে ১০ ঘটিকার সময় নিদনপুর মোল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
প্রেস ক্লাবের শোক
মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি সুয়াইবুর রহমান স্বপন এবং তোফায়েল আহমদ। এক শোকবার্তায় তারা মরহুমার মাগফিরাত কামনা এবং তাঁর শোকাহত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।