বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে খাল খনন করে বিদ্যালয় ও কয়েক পরিবারের রাস্তা সংস্কারে বাধা দেয়ার অভিযোগ

বিয়ানীবাজার টাইমস প্রতিবেদনঃ বিয়ানীবাজারে খাল থেকে মাটি কেটে রাস্তা নির্মানে বাধার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মাথিউরা ইউনিয়নের নালবহর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নামাজের রাস্তা ও ১২টি পরিবারের রাস্তা হিসাবে ব্যবহৃত রাস্তাটি সংস্কারের লক্ষ্যে সরকারি বরাদ্দে মাটি ভরাটে একটি পরিবারের বাধার মুখে পড়েন স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধি। ব্যাপারটি নিয়ে সমাধানের চেষ্টা করছেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না।

জানা যায়, নালবহর উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বের শিক্ষার্থীদের মসজিদে আসা যাওয়ার জন্য ছোট একটি রাস্তা রয়েছে, এছাড়াও ১০টি পরিবার খাল পার হয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করতেন। কয়েকমাস আগে সেই রাস্তাটি বন্ধ হওয়ায় ঐ পরিবারগুলোর পক্ষ থেকে একটি কালভার্ট নির্মান করে স্কুলের সেটি সংস্কারের জন্য একটি সরকারি বরাদ্দ আনেন ঐ ওয়ার্ডের ইউপি সদস্য নাজমুল ইসলাম। প্রাথমিকভাবে খাল খনন করে রাস্তা সংস্কার করতে গেলে মাটি খননে বাধা দেন জকিগঞ্জ-কানাইঘাট আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সেলিম উদ্দিনের পরিবারের সদস্যরা। তারা এনিয়ে বিয়ানীবাজার থানায় লিখিত অভিযোগ করেন।

নালবহর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ মুস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করছে, মাটি খননে বাধা দেয়ায় সংস্কার কাজ বন্ধ রয়েছে, বর্ষাকালের আগে যাতে রাস্তার কাজ সমাপ্ত হয় সে ব্যাপারে কর্তৃপক্ষ যাতে ব্যবস্থা নেন।

ইউপি সদস্য ফয়জুল হক নজমুল বলেন, সরকারি বরাদ্দের টাকা স্কুলের রাস্তার জন্য আমরা এনেছি, এখন বিভিন্ন অজুহাত দেখিয়ে খাল দখলদার একটি পক্ষ মাটি তুলতে ও রাস্তা সংস্কারে বাধা দেয়, আমরা বিষয়টি ইউএনও মহোদয়কে জানিয়েছি, তিনি অবগত রয়েছেন। আমাদের স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসীর দাবী যথাশীঘ্রই আমরা যাতে রাস্তা সংস্কার করতে পারি।

এমপি সেলিমের ভাই শাহ আলম জানান, রাস্তা তৈরিতে তাদের কোনো বাধা নেই, এই খালটি অনেকটাই গভীর, এখান থেকে মাটি খনন করলে আমাদের বাড়ির গার্ড ওয়াল ধ্বসে পড়তে পারে এটি বলেছিলাম মেম্বার আমাদের কথা না শুনে জোর করে মাটি খনন করতে যাওয়ায় আমরা বাধা দিয়েছি।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না বলেন, এব্যাপারে তিনি অবগত রয়েছেন, দুই পক্ষই অনড় অবস্থায় রয়েছে, চেষ্টা করা হচ্ছে সমাধানের না হলে আইনানুগ ব্যবস্থা নিবে প্রশাসন।

Back to top button