বিয়ানীবাজারে ইজারার সময়ের আগেই বিলে মাছ ধরা ও জায়গা দখলের অভিযোগ!

বিয়ানীবাজার টাইমস প্রতিবেদনঃ বিয়ানীবাজার পৌর এলাকার নিদনপুরে তিলাইকুড়ি বিলের ইজারাদের বিরুদ্ধে সময়ের আগে মাছ ধরার অভিযোগ এনেছেন স্থানীয়রা। এছাড়াও বিলের জায়গা আশেপাশের অনেকেই দখল করেছেন বলেও অভিযোগ উঠে। এনিয়ে এলাকায় চলছে আলোচনা সমালোচনা, মোল্লাপুর ইউনিয়নের একটি ওয়ার্ডের বর্তমান ও সাবেক ইউপি সদস্য জড়িয়ে পড়ছেন অভিযোগ পালটা অভিযোগে।
জানা যায়, বিয়ানীবাজার পৌর এলাকার নিদনপুর মৌজায় ১.৪৯ একর জায়গার তিলাইকুড়ি বিল ২০২৫ সালে ইজারা দেয় কর্তৃপক্ষ। নিয়ম মেনে বিলটি সমিতির দ্বারা ইজারা নেন ধন মিয়া নামের এক মৎসজীবি। নিয়ম অনুযায়ী আগামী বৈশাখের পর থেকে ইজারাদারা বিলে মাছ মারার কথা তবে তার আগেই রামাদ্বান মাসেই চৈত্রের প্রথম দিকেই ইজারাদারের পক্ষে স্থানীয় ইউপি সদস্য ফখর উদ্দিন বিলে মাছ মারা শুরু করেন বলে অভিযোগ করে একটি পক্ষ।
বিলের মূল ইজারাদার ধন মিয়া জানান, নিয়ম মেনেই ইজারা নিয়েছি, স্থানীয় বিরোধের কারনে কিছু সমস্যা হয়েছে। বিষয়টি নিয়ে কথা বলেছি, আশা করি ইজারার নিয়মে কোনো ব্যাতয় হবে না।
মোল্লাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য খসরু মিয়া বলেন, আমরা কিছু বুজার আগেই হঠাৎ করে সময়ের আগেই ইজারা গ্রহীতার পক্ষে বর্তমান ইউপি সদস্য ফখর উদ্দিন বিলে মাছ মারেন। এছাড়াও তিনি অভিযোগ করেন স্থানীয় অনেকেই বিলের জায়গা দখল করে ভোগ করতেছেন যে কারনে অনেকটা পরিত্যাক্ত হিসাবেই বিলটি রয়েছে। তিনি এসময় সহকারি কমিশনারের (ভূমি) দৃষ্টি আকর্ষন করে বিলের জায়গা নির্ধারন করে দখলদারদের হাত থেকে বিলটি উদ্ধারের দাবী জানান।
একই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ফখর উদ্দিন তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করে বলেন, বিগত কয়েক বছর বিলটি ইজারা যায়নি, অনেকটা পরিত্যাক্ত অবস্থায় বিলটি ছিলো। তাই আগাম বৃষ্টির ভয়ে বিলে কিছু সংস্কার কাজ করানোর কারনে যারা বিলটি দীর্ঘদিন দখল করে ভোগ করে আসছিলো তারা এমন অভিযোগ করাচ্ছে। তিনি এসময় চতুর্দিকে বিলের জায়গা দখলের ব্যাপারটি নিশ্চিত করে জানান, জরুরী ভিত্তিতে বিলের জায়গা চিহ্নিত না করলে সময় সময় দখলদারদের পেটে বিলের জায়গা চলে যাবে।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না বলেন, আমরা ইজারাদারকে বৈশাখে বিল বুজিয়ে দিবো, এর আগে কেউ বিল নিয়ে অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এসময় বিলের জায়গা দখল নিয়ে তিনি বলেন, সরকারি জায়গা কেউ দখল করবে অবশ্যই সেটি উদ্ধার করা হবে, এব্যাপারে আমরা খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।