সিলেট

সিলেট স্টেডিয়ামে ‘শহীদ সাংবাদিক তুরাব’র নামে গ্যালারির নামকরণ দাবী

টাইমস ডেস্কঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ সাংবাদিক এটিএম তুরাব’র নামে গ্যালারির নামকরণের দাবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির কাছে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। সোমবার (৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী স্মারকলিপিটি গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।

স্মারকলিপি উল্লেখ করা হয়, এসোসিয়েশনের কার্যানির্বাহী কমিটির সদস্য এটিএম তুরাব ২০২৪ সালের ১৯ জুলাই সিলেটের বন্দরবাজারের পুলিশের গুলিতে নিহত হন। সিলেটে অনুষ্ঠিত হচ্ছে বিপিএল-২০২৫ আসর। এই সময়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি গ্যালারির নাম করণ করা হয়েছে শহীদ আবু সাঈদের নামে। পুণ্যভূমি সিলেটের সন্তান শহীদ সাংবাদিক এটিএম তোরাবের নামে ম একটি গ্যালারির নামকরণ করার প্রয়োজনীয়তা রয়েছে বলে আমরা মনে করি। বিষয়টি নিয়ে সিলেটের সাংবাদিক সমাজে ব্যাপক আলোচনা হচ্ছে। সিলেটের সাংবাদিক সমাজের আবেগের কথা চিন্তা করে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি গ্যালারির নামকরণ ‘শহীদ সাংবাদিক এটিএম তুরাব’র নামে করতে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করার দাবী জানানো হয়।

এসোসিয়েশনের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে আশ্বাস প্রদান করে বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। বর্তমানে এবং আগামীতে বিসিবি’র সিলেট কেন্দ্রীয় সকল কার্যক্রমে বিষয়টি আমরা বিবেচনা করে গুরুত্বের সাথে দেখবো।

এসময় এসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, কার্যনির্বাহী কমিটি সদস্য শেখ আশরাফুল আলম নাসির, দৈনিক সিলেটের ডাকের সাবেক সাহিত্য সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, এসোসিয়েশনের সদস্য মামুন হোসেন ও ফটো সাংবাদিক রুবেল মিয়া প্রমুখ.

Back to top button