সিলেট

সিলেটে আবাসিক হোটেলে দেহ ব্যবসা : ২ যুবতী গ্রে ফতার

টাইমস ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন কদমতলীতে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ২ যুবতীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কদমতলীর হোটেল সাগর রেস্ট হাউজে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নেত্রকোনা জেলার সদর থানার বেতহাটি এলাকার আব্দুর রহমানের মেয়ে শারমিন আক্তার (২০) ও নরসিংদী জেলার পলাশ থানার চামড়াবর এলাকার নুরুল ইসলামের মেয়ে পারুল (৩০)। তারা দুজন ওই হোটেলে অবস্থান করে অসামাজিক কার্যকলাপ করে আসছিলো।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি মোঃ মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামীদের সোমবার আদালতে প্রেরণ করা হবে।

Back to top button