জৈন্তাসিলেট

জৈন্তাপুরে পুকুর থেকে একজন পাগলের লাশ উদ্ধার করেছে পুলিশ

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে পরিত্যক্ত একটি পুকুর থেকে বিবস্ত্র অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারনা , উদ্ধার হওয়া মরদেহটি মানসিক ভারসাম্যহীন নাম পরিচয় বিহীন এক এক পাগল হতে পারে।

জানা যায়, শনিবার (২৮শে ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সারীঘাট দক্ষিণ বাজার এলাকায় সিলেট তামাবিল মহাসড়কের পাশে জনৈক হোসেন মিয়ার মালিকানাধীন একটি পরিত্যক্ত পুকুরে মরদেহ দেখতে পায় স্হানীয় লোকজন।

পরে জৈন্তাপুর মডেল থানা পুলিশকে খবর দেয়া হলে বেলা ১১টায় পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। স্হানীয়রা নিহত ব্যাক্তিকে একজন মানসিক ভারসাম্যহীন (পাগল) বলে নিশ্চিত করেছেন। কেউ কেউ বলছেন বেশ কয়েকদিন যাবৎ দরবস্ত সারীঘাট এলাকায় সে উলঙ্গ অবস্থায় চলফেরা করতে দেখা গেছে । বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। সে মাজেমধ্যে সারীঘাটের বালুর স্তুপে মাথা ও শরীল ঢুকিয়ে রাখতে দেখতো স্হানীয়রা। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে অতিরিক্ত শীতজনিত কারনে তার মৃত্যু হতে পারে।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন খবর পেয়ে কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে। তিনি বলেন, উদ্ধারের পরে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে বলে।

Back to top button