জৈন্তাসিলেট

জৈন্তাপুর মিনাটিলা সীমান্তে খাঁসিয়ার গু লি তে যুবকের মৃ ত্যু

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা এলাকায় ভারতে সুপারী আনতে গিয়ে খাঁসিয়ার গুলিতে যুবকের মৃত্যু।

এলাকাবাসী সূত্রে জানাযায়, ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় ভারতের সুপারীবাগান হতে সুপারী আনতে গিয়ে খাঁসিয়ার গুলিতে গুরুত্বর আহত হয় এক যুবক। গুলিবৃদ্ধ অবস্থায় তাকে বাংলাদেশে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। নিহত যুবক জৈন্তাপুর উপজেলার ২নম্বর জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী ঝিঙ্গাবাড়ী গ্রামের সাহাব উদ্দিন ওরফে তালু সুলাইল সাহাবউদ্দিনের ছেলে মারুফ আহমদ(২০)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি। তিনি আরও বলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Back to top button