কুলাউড়ামৌলভীবাজার

কুলাউড়ায় সরকারি টিলায় অবৈধ ইকোপার্ক গুঁড়িয়ে দিল প্রশাসন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি ২০ একর জায়গা দখল করে অবৈধভাবে ইকোপার্ক তৈরি করেছিলেন রোকন উদ্দিন। খবর পেয়ে শুক্রবার (১৩ ডিসেম্বর) জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধভাবে গড়ে তুলা ইকোপার্কটি গুড়িয়ে দেওয়া হয়েছে।

জানা যায়, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট বুলবুল আহমদের নেতৃত্বে নিবাহী ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাস, মেহেদি হাসান মানিক ও কুলাউড়া সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এসময় রোকন উদ্দিনের দখলে থাক প্রায় ১০ কোটি টাকা মূল্যের ২০ একর সরকারী জমি উদ্ধার করা হয়। অভিযানে পাহাড়ি এলাকায় স্থাপিত ইকোপার্কের বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দখলমুক্ত করে জেলা প্রশাসকের মালিকানাধীন সাইনবোর্ড টানানো হয়।

কুলাউড়া সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, কুলাউড়ার কর্মধা ইউনিয়নের পাহাড়ি এলাকায় জনৈক রোকন উদ্দিন গত ৫-৬ বছর আগে সরকারী টিলাভূমি দখলে নিয়ে একটি ইকোপার্ক প্রতিষ্ঠা করেন। সেখানে বনজঙ্গল পরিস্কার করে পিকনিকের কিছু সরঞ্জাম বসিয়ে মানুষের কাছ থেকে প্রবেশ মূল্য বাবত জনপ্রতি ৫০ টাকা করে ফি: নেওয়া শুরু করেন। গত ৫-৬ বছরে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। অবশেষে জেলা ও উপজেলা প্রশাসন জবরদখল থেকে সরকারী কয়েক কোটি টাকা মূলের জমি উদ্ধার করে বাংলােদশ সরকারের পক্ষে জেলা প্রশাসক নামীয় সাইনবোর্ড টানানো হয়।

Back to top button