সিলেট

সিলেটে প্রাণী পালনে আগ্রহ বাড়ছে

সিনিয়র প্রতিবেদক : সিলেটে দিন দিন পোষা প্রাণী পালনে আগ্রহ বাড়ছে। বিড়াল ,কুকুর ,খরগোশ ও পাখি থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রাণী পালনের দিকে ঝুঁকছে সিলেটের তরুণরা। বিশেষ করে বাসা বাড়িতে এসব প্রাণী পালনে করতে দেখা যায়। এমনই একজন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তাহমিদ নিহাল (০৯) শখের বসে বিড়াল পালনে বেশ মনোযোগী। ইতিমধ্যে দুইটি বিড়াল সংগ্রহ করেছে যেখানে ৭ মাস বয়সী ও ১ মাস বয়সী দুইটি বিড়াল নিজ হাতে লালন পালন করছে। শখ করে দুটির নাম দিয়েছে বান্টু এবং অপরটি টিন টিন।

বিড়াল নিয়ে খেলাধুলা করে সময় কাটানো সহ সারাদিন ঘর মাতিয়ে রাখে বান্টু ও টিন টিন। পোষ মানা এসব প্রাণীদের সিলেট জুড়েই পালনে আগ্রহ বাড়ছে। তাহমিদ নিহালের অভিভাবক আলিনা আক্তার বলেন, ছেলের খুবই আগ্রহ বিড়াল পালনের প্রতি সে খুব যত্ন করে তাদের প্রতি। আমরাও তার খুশিকে প্রাধান্য দিয়েই দুইটি বিড়াল পালন করছি। তার অবসর সময়ে বন্ধুর মতো খেলাধুলা করে বান্টু ও টিন টিন।

পোষা প্রাণী পালনে তৃপ্তি পান জানিয়ে শিক্ষার্থী তাহমিদ নিহাল বলেন, ওরা আমার বন্ধুর মতো এদের সাথে খুনসুটি করে আমার সময় চলে যায়। আমার পরিবারের একজন হিসেবে তারা আমাদের মনে জায়গায় করে নিয়েছে। বর্তমান আমাদের সংগ্রহে দুইটি বিড়াল রয়েছে সেই সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এ ছাড়াও সিলেট জুড়ে পাখি পালনে বেশ নামডাক রয়েছে বিশেষ করে সিলেটের জকিগঞ্জ উপজেলা সহ বেশ কয়েকটি উপজেলা ঘুরে দেখা গেছে। শালিক, টিয়া ময়না পাখি পালনে আগ্রহ বাড়ছে তরুণদের। এদের মধ্যে সিংহভাগই শখের বসেই পালন করে থাকে। সিলেটের বিয়ানীবাজার উপজেলায় গত দুই বছর থেকে শখের বসে রিয়া (ছদ্মনাম) একটি বিদেশি কুকুর পালন করেন দীর্ঘ দিন যত্ন করে বড় করার পর হঠাৎ অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে ভেঙে পড়েন তিনি। পশু পাখির প্রতি মানুষের এমন প্রেম স্বার্থের ঊর্ধ্বে যুগ যুগ থেকেই চলমান।

Back to top button