বিজ্ঞপ্তিবিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন, কমিটিতে আছেন যারা

বিয়ানীবাজার টাইমসঃ ২০২৫-২০২৬ সেশনের বিয়ানীবাজার উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গনমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় উপজেলা আমীর হিসাবে আবারো নির্বাচিত হয়েছেন মাওলানা ফয়জুল ইসলাম, নায়েবে আমীর মনোনীত হয়েছেন মুড়িয়া ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান আবুল খায়ের ও মাওলানা মোস্তফা উদ্দিন ।

সেক্রেটারি জেনারেল হিসাবে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আবুল কাশেম, এ্যাসিন্ট্যান্ট সেক্রেটারি হিসাবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রুকন উদ্দিন, লাউতা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দেলওয়ার হোসেন ও মোহাম্মদ আব্দুল হামিদ।

এর আগে রোকনদের সরাসরি ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য পুনরায় আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা ফয়জুল ইসলাম। পরে উপজেলা আমীরকে শপথ পাঠ করান জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।

পরবর্তীতে অনুষ্ঠিত অধিবেশনে নবনির্বাচিত উপজেলা আমীর নতুন সেশনের দায়িত্বশীলদের নাম প্রস্তাব করলে সর্বস্মতিক্রমে তা গৃহীত হয়।-প্রেবি

Back to top button