সিলেটে হৃদরোগেই প্রতিদিন আক্রান্ত হোন শতাধিক

মহসিন রনি: প্রবাসী অধ্যুষিত সিলেটিদের মধ্যে অন্যান্য জেলার মানুষের তুলনায় হৃদরোগে আক্রান্তের প্রবণতা বেড়েই চলছে। সিলেটের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালের তথ্যমতে সিলেট বিভাগেই প্রতিদিন হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা শতাধিক। স্বাস্থ্য সচেতনতা আর সঠিক খাদ্যাভ্যাস না মেনে চলার ফলে তরুণ থেকে শুরু করে বয়স্কদের মধ্যে এই রোগীর প্রবণতা বেশি দেখা যায়। বিশেষ করে তরুণদের মধ্যে এই রোগটি দেখা দিলেও বিভিন্ন চিকিৎসা সহ বয়সের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হওয়াতে বিপদে কেটে গেলেও বয়স্কদের মধ্যে রয়েছে ভোগান্তি আর চিন্তার কারণ।
ডাক্তারদের ভাষ্যমতে সিলেটের মানুষদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি যার পেছনে রয়েছে বেশ কিছু কারণ। অনিয়মিত ঘুম সহ সঠিক পুষ্টিকর খাবার না খেয়ে দুষিত খোলা খাবার এবং ধুমপান সহ বেশ কিছু কারণ রয়েছে। সরেজমিনে সিলেট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোর ঘুরে দেখা গেছে ভ্রাম্যমাণ দোকান গুলোতে প্রকাশ্যে হৃদরোগের প্রথম শত্রু সিগারেট সেবন করে মধ্য বয়স থেকে শুরু করে বয়স্করা।
সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের তথ্যমতে প্রতিদিন গড়ে অর্ধশতাধিক শিশু বৃদ্ধ সহ বিভিন্ন বয়সের মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিতে আসেন। এ ছাড়াও সিলেট শহরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ইবনে সিনা হাসপাতাল, মাউন্ট এডোরা,, সিলেট উইমেন্স হাসপাতাল সহ বেশ কিছু হাসপাতালের তথ্য মিলিয়ে সরকারি বেসরকারি হিসেবে সিলেট শহরে প্রতিদিন হৃদরোগে আক্রান্ত হোন একশো’র বেশি মানুষ। যেখানে আক্রান্তের সংখ্যায় সবচেয়ে বেশি বৃদ্ধ লোকেরা।
অনেকেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাথমিক চিকিৎসা সেবা নিলেও পরবর্তীতে ওপেন হার্ট সার্জারী সহ পেসমেকার প্রতিস্থাপন সহ বড় ধরনের চিকিৎসা করাতে হয় যেখানে মোটা অঙ্কের টাকা গুণতে হয়। যার ফলে অনেক দরিদ্র পরিবারের হৃদরোগী আক্রান্ত’রা জীবন নিয়ে শঙ্কায় পড়ছেন।
দীর্ঘ দিন থেকে হৃদরোগে আক্রান্ত মজির উদ্দিন আনছার নামের এক ভুক্তভোগী বলেন, আমার হার্টে পেসমেকার লাগানো নিয়মিত ঔষধ খাচ্ছি বয়স হওয়ার ফলে চলাফেরা অনেক কষ্ট হয়ে যায়। আমার কাছে জীবন নতুন আরেকটি উপহার। তবে মনে করি তরুণ যারা আছে স্বাস্থ্যের প্রতি সচেতন হলে আমাদের মতো ভুগতে হবে না।
সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রাক্তন মেডিকেল অফিসার ও সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (মেডিসিন) ডাঃ শাহরিয়ার রহমান শুভ বলেন, আগে সকলের একটা ধারণা ছিল যে তরুণদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা কম কিন্তু বর্তমানে বয়স্কদের পাশাপাশি তরুণদের মধ্যে এই রোগটি দেখা যাচ্ছে। সঠিক খাদ্যাভ্যাস না মানা,ধুমপান করা, শারিরীক ব্যায়ম না করা, অতিরিক্ত ওজন থেকে বেশিরভাগ হার্ট অ্যাটাক হয়ে থাকে এ ছাড়া ও বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে সময় মতো না ঘুমানোর প্রবণতা বেড়েছে এগুলো একজন ব্যক্তির জীবনে খারাপ প্রভাব ফেলতে পারে। প্রতিদিনই এরকম অনেক রোগীই আমাদের কাছে আসেন। অনেকের হার্টে সার্জারীর প্রয়োজন হয় আবার অনেকের পেস মেকার প্রতিস্থাপন করা প্রয়োজন হয় এগুলো নির্ভর করে রোগীর শারিরীক অবস্থা ও হার্টের ব্লকের উপর।