বিয়ানীবাজার মাথিউরায় ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা

প্রেস বিজ্ঞপ্তিঃ বিয়ানীবাজারে সাংগঠনিকভাবে ব্যাপক সাংগঠনিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে ছাত্রদল। এরই ধারাবাহিকতায় উপজেলার মাথিউরা ইউনিয়ন ছাত্রদলের উদ্দ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রিদওয়ান আহমদ।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ময়নুল রশিদের সভাপতিত্বে সিনিয়র যুগ্ন আহ্বায়ক এনামুল ইসলামের পরিচালনায় কর্মীসভার প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবু তাহের। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু ফাহিম ইমন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক আক্তার হোসেন লিমন, সাবেক ছাত্রদল নেট খায়রুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাতাব উদ্দিন রুবেল, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মাহবুব আলম, উপজেলা ছাত্রদল নেতা রাজিন আহমদ, আব্দুল্লাহ হানিফ, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সহিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি কয়েছ আহমদ, উপজেলা ছাত্রদল নেতা আফনান আবেদী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সবুজ আহমদ, আশফাক আহমদ, আফজল আহমদ, মারজান আহমদ, রাহিম হোসেন, সাকিল আহমদ, কিবরিয়া আহমদ, নাইম আহমদ, আল আমিন, আবু আহসান, আনহার আহমদ, সাহান আহমদ, ইমতিয়াজ, ফুজেল আহমদ প্রমুখ।