বিয়ানীবাজার সংবাদ
বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নানের ইন্তেকাল

বিয়ানীবাজার পৌরশহরের বিশিষ্ট ব্যবসায়ী মান্নান ট্রেডার্সের সত্ত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান আর নেই। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি দীর্ঘদিন থেকে বার্ধ্যক্ষজনিত নানা রোগে ভোগছিলেন। মৃত্যুকালে সন্তান, স্বজন, প্রিয়জন এবং অনুরাগী রেখে গেছেন।
ব্যবসার পাশাপাশি জাতীয়তাবাদী দল বিএনপি’র রাজনীতির সাথে যুক্ত ছিলেন এম এ মান্নান। তিনি বিয়ানীবাজার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন।