বিয়ানীবাজারে বাসা ভাড়া বহনে মধ্যবিত্ত পরিবার গুলোর বোবাকান্না!

মহসিন রনি, সিনিয়র প্রতিবেদক: প্রতিবছরই নানা অজুহাতে একের পর এক বেড়েই চলছে প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারের ভাড়া বাসা গুলোর ভাড়া তবে ভাড়া বাড়লেও বাড়ছে না মাথা পিছু আয়। প্রতিবছরের শেষ দিক এলেই মাথায় নতুন করে চিন্তা যুক্ত হয় প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারে জীবিকা নির্বাহ করা এক ঝাক মধ্যবিত্ত পরিবারের যেখানে হাজার টাকা করে বেড়েই চলছে বাসা ভাড়া। এদিকে দ্রব্য মূল্যের উর্ধগতিতে সংসার চালাতে যেখানে হিমশিম খাচ্ছেন সেখানে নতুন করে বাসা ভাড়ার দুশ্চিন্তায় বাড়ছে পরিবারের টানাপোড়েন।
চাকরিজীবী রফিক আজম নামের এক যুবক বলেন, বছরের শেষ দিকে মালিক বলেছেন আরো হাজার টাকা বাসা ভাড়া বাড়বে সব মিলিয়ে টানাপোড়েনের সংসারে নতুন করে বাসা ভাড়া সহ সন্তানদের খরচ বাড়ছে। মধ্যবিত্ত পরিবারের বোবাকান্না কেউ বুঝে না।
খালেদা আক্তার নামের এক শিক্ষিকা বলেন, বেতন আগের মতোই আছে তবে দিন দিন বাসা ভাড়া বেড়েই চলছে। এ অবস্থা চলতে থাকলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের অনেক কষ্ট করে চলতে হবে।
উল্লেখ্য, প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারে স্থানীয়দের পাশাপাশি জীবিকা নির্বাহ করতে আসা কয়েক হাজার মানুষের বসবাস যেখানে নানা পেশার সাথে সম্পৃক্ত রয়েছেন মধ্যবিত্ত পরিবারের এ সব জীবন যোদ্ধারা।